Date: May 11, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / মোহনগঞ্জে বিএনপি নেতার বাড়ি ভাঙচুর মামলায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৪ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মোহনগঞ্জে বিএনপি নেতার বাড়ি ভাঙচুর মামলায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

May 10, 2025 06:27:27 PM   উপজেলা প্রতিনিধি
মোহনগঞ্জে বিএনপি নেতার বাড়ি ভাঙচুর মামলায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ৪

নেত্রকোনার মোহনগঞ্জে বিএনপি নেতার বাড়ি ভাঙচুরের মামলায় ইউপি চেয়ারম্যানসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) এ তথ্য নিশ্চিত করেছেন মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম।

মামলা সূত্রে জানা গেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহনগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুমের বাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য, গবেষণা ও আইন বিষয়ক সম্পাদক ও গাগলাজুর ইউনিয়ন চেয়ারম্যান মো. হাবিবুর রহমানকে বৃহস্পতিবার রাতে হাসপাতাল রোডে তার বাসা থেকে গ্রেফতার করা হয়।

একই অভিযানে নওহাল নিজ বাড়ি থেকে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, গরুহাট্টা থেকে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খলিল সিকদার এবং বড়কাশিয়া থেকে ছাত্রলীগের জয়েন্ট সেক্রেটারি মাহমুদ আল নূর সমাপ্তকে গ্রেফতার করা হয়।

শুক্রবার তাদেরকে সাতদিনের রিমান্ড চেয়ে নেত্রকোনা আদালতে প্রেরণ করেছে মোহনগঞ্জ থানা পুলিশ।