Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / মহেশপুরে প্রায় ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ আটক ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মহেশপুরে প্রায় ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ আটক ১

April 06, 2023 01:13:42 AM   দেশজুড়ে ডেস্ক
মহেশপুরে প্রায় ৪ কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ আটক ১

ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের মহেশপুরের ৫৮-বিজিবি ২২টি স্বর্ণের বারসহ সাঈদ খান (৪২) নামে এক চোরাকারবারিকে আটক করেছে। বুধবার সকালে দর্শনা উপজেলার দর্শনা রেল ক্রসিং এর পাশ  থেকে তাকে আটক করা হয়।

আটককৃত চোরাকারবারি চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার দর্শনা মোবারক পাড়া গ্রামের আব্দুল রাজ্জাক মন্ডলের ছেলে।

৫৮-বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন ৫৮বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা। তিনি জানান, গোপর সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে। এসময়  দর্শনা রেল ক্রসিং এর পাশ থেকে সাইদ খানকে মোটরসাইকেল সহ আটক করলে তার কাছে থাকা কসটেপে মোড়ানো ২২ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের ওজন ৪.৪১৬ গ্রাম, যার বাজার মূল্য ৩ কোটি ৭৪লক্ষ ৮৯ হাজার টাকা। স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য পরিবহন করা ও নিজ জিম্মায় রাখায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দায়ের এবং স্বর্ণের বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।