Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / ময়মনসিংহে আবাসিক হোটেল থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ময়মনসিংহে আবাসিক হোটেল থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

March 19, 2023 01:20:40 AM   দেশজুড়ে ডেস্ক
ময়মনসিংহে আবাসিক হোটেল থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

ময়মনসিংহ সংবাদাতা:
ময়মনসিংহ মহানগরীর নিরালা রেস্ট হাউস থেকে   এক তরুণীর গলাকাটা  মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ মার্চ ২০২৩) দুপুরের দিকে নগরীর ছোট বাজার এলাকার নিরালা রেস্ট হাউজ নামে আবাসিক হোটেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত ১৫ মার্চ এক যুবক ওই তরুণীকে নিজের স্ত্রী পরিচয় দিয়ে ওই রেস্ট হাউজে ওঠেন।

আজ শনিবার সকালের দিকে তিনি রুমের বাইরে থেকে তালা দিয়ে চলে যান। রুমে তালা দেওয়া দেখে রেস্ট হাউজ কর্তৃপক্ষ দুপুর পর্যন্ত তাকে খোঁজাখুঁজি করেও পায়নি। পরে খবর দিলে পুলিশ গিয়ে তালা ভেঙে বাথরুমের ভেতর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করে।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, রেস্ট হাউজে দেওয়া নাম-ঠিকানা যাচাই করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।