Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / ময়মনসিংহে ‘জড়তা, অন্ধত্ব, বাড়াবাড়ির বিরুদ্ধে নারীকেই জাগতে হবে, জাগাতে হবে’ শীর্ষক আলোচনা সভা - দৈনিক দেশেরপত্র - মানবতা...

ময়মনসিংহে ‘জড়তা, অন্ধত্ব, বাড়াবাড়ির বিরুদ্ধে নারীকেই জাগতে হবে, জাগাতে হবে’ শীর্ষক আলোচনা সভা

June 07, 2024 08:24:37 PM   জেলা প্রতিনিধি
ময়মনসিংহে ‘জড়তা, অন্ধত্ব, বাড়াবাড়ির বিরুদ্ধে নারীকেই জাগতে হবে, জাগাতে হবে’ শীর্ষক আলোচনা সভা

মোহাম্মদ হোসাইন, ময়মনসিংহ:
ময়মনসিংহে ‘জড়তা, অন্ধত্ব, সংকীর্ণতা, ও ধর্মব্যবসার বিরুদ্ধে নারীদের জাগতে হবে, জাগাতে হবে’এ প্রতিপাদ্য নিয়ে অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিনব্যাপী নগরীর আব্দুর জব্বার মিলনায়তনে ময়মনসিংহ জেলা হেযবুত তওহীদ নারী বিভাগের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Mymonsingh 2-1
জেলা হেযবুত তওহীদ নারী সম্পাদক রাহিমা আক্তার রুমার সভাপতিত্বে মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদ কেন্দ্রীয় কমিটির নারী সম্পাদক রুফায়দাহ পন্নী।

মুখ্য আলোচকের বক্তব্যে রুফায়দাহ পন্নী জাতির অর্ধেক জনসংখ্যা নারীদেরকে পশ্চাৎপদ রেখে জাতির উন্নতি-প্রগতি সম্ভব নয় বলে মন্তব্য করেন। তিনি বলেন, নারীরা একটি জাতির অর্ধেক জনসংখ্যা। সেই নারীদেরকে পশ্চাৎপদ রেখে জাতির উন্নতি, প্রগতি সম্ভব নয়। জাতির কাঙ্ক্ষিত উন্নতি পেতে হলে নারীদেরকে যথাযথ যোগ্যতা ও মেধানুযায়ী সমাজে সকল ক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, উগ্রবাদ,ধর্মব্যবসা,অপরাজনীতি, হুজুগ, গুজব, ধর্মান্ধতা, সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাসহ সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে দেশব্যাপী ধর্মের প্রকৃত শিক্ষা ও আদর্শ মানবজাতির কাছে তুলে ধরে আসছে হেযবুত তওহীদ। আর এ মহান কাজে পুরুষদের পাশাপাশি হেযবুত তওহীদের নারীরাও নিজেদের যোগ্যতা ও মেধা অনুযায়ী অংশগ্রহণ করে নিঃস্বার্থভাবে দেশ ও জাতির কল্যাণে অবদান রেখে যাচ্ছে।

এ সময় তিনি সকল অন্যায়ের বিরুদ্ধে দেশব্যাপী ধর্মের প্রকৃত শিক্ষা ও আদর্শ মানবজাতির কাছে তুলে ধরতে হেযবুত তওহীদের নারীদের আরও অগ্রগামী হওয়ার আহ্বান জানান তিনি।

Mymonsingh 1
সভায় আরো উপস্থিত হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় নারী সম্পাদক রোজিনা আক্তার, বিভাগীয় সম্পাদক রহমত উল্লাহ রানা, জেলা সভাপতি হাবিবুর রহমান, নেত্রকোণা জেলা সভাপতি আব্দুল কাইয়ুমসহ হেযবুত তওহীদের স্থানীয় নেতাকর্মীবৃন্দ।