
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে ২০ মার্চ গোহাইলকান্দি এলাকা থেকে বায়োমেট্রিক ফিঙ্গার স্ক্যানার সহ তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতরা দীর্ঘদিন ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইল সীম রেজিস্ট্রেশন করে অন্যদের কাছে বিক্রি করত।
আটককৃতরা হলেন- হাফিজুল ইসলাম লিন্স (২৯), অজিজুল হক (২৪) এবং তানভীর রহমান কাব্য (২৬)। পুলিশ তাদের কাছ থেকে একটি সিলভার রঙের ল্যাপটপ, বিভিন্ন মোবাইল ফোন, বায়োমেট্রিক ফিঙ্গার স্ক্যানার, সীম স্টিকার, এবং অন্যান্য আলামত উদ্ধার করেছে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ২০ মার্চ রাতে অভিযানে নামলে এই তিনজনকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী/২০১০) এর ৩৫(২)/৫৫(৭)/৭৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।