Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / যাত্রাবাড়ীতে ইয়াবাসহ মাদকব্যবসায়ী গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

যাত্রাবাড়ীতে ইয়াবাসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

September 16, 2022 10:47:48 PM  
যাত্রাবাড়ীতে ইয়াবাসহ মাদকব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ৩৭০০ পিস ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।বৃহস্পতিবার র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব-১০ জানায়, গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. হারুন অর রশিদ রাহিদ (২৬)। এসময় তার নিকট থেকে ০১ টি মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার দুইশত পঞ্চাশ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই মাদক ব্যবসায়ী র‍্যাবকে  জানায়, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।