


রিকশাচালকদের জীবনমান উন্নয়নে বিশেষ উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামি বক্তা শায়খ আহমাদুল্লাহ ঘোষণা দিয়েছেন, রাজধানীর রিকশাচালকদের জন্য আয়োজন করা হচ্ছে দিনব্যাপী “জীবনমান উন্নয়ন কর্মশালা”। আগামী ৫ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত আফতাবনগরের আস-সুন্নাহ অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে এই বিশেষ কর্মসূচি।
ফেসবুকে প্রকাশিত এক পোস্টে শায়খ আহমাদুল্লাহ উল্লেখ করেন, রিকশাচালকরা নগর জীবনের অপরিহার্য অংশ হলেও তাদের কাজের যথাযথ মূল্যায়ন অনেক সময়ই পাওয়া যায় না। শিক্ষার ঘাটতি ও সচেতনতার অভাবে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে তারা নানা চ্যালেঞ্জের মুখে পড়েন। এসব বিবেচনায় তাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতেই এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
দিনব্যাপী এই কর্মশালায় রিকশাচালকদের আত্মপরিচয়, প্রয়োজনীয় দ্বীনি জ্ঞান, সুশৃঙ্খল আচরণ, পরিবারে দায়িত্ববোধ, স্বাস্থ্য সুরক্ষা, কম আয়ে স্বাবলম্বী হয়ে জীবিকা পরিচালনা, ঋণমুক্ত হওয়ার কৌশল, ট্রাফিক আইন ও রাস্তার নিরাপত্তা—এসব বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হবে। প্রশিক্ষণ দেবেন অভিজ্ঞ দাঈ, চিকিৎসক এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞরা। শায়খ আহমাদুল্লাহ নিজেও পুরো সময়ে উপস্থিত থাকবেন।
প্রযুক্তিতে অনভিজ্ঞ রিকশাচালকদের অংশগ্রহণ নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি। পরিচিত রিকশাচালকদের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া, চলার পথে যেকোনো রিকশাচালকের হয়ে রেজিস্ট্রেশন করে দেওয়া কিংবা নিকটস্থ রিকশা গ্যারেজে গিয়ে তাদের জন্য গুগল ফরম পূরণ করে দেওয়ার অনুরোধ করেন তিনি। তার মতে, এই মহতী উদ্যোগে অংশগ্রহণের মাধ্যমে রিকশাচালকদের জীবনে পরিবর্তন আনতে সমাজের সকলে ভূমিকা রাখতে পারেন।
রেজিস্ট্রেশন করা যাবে ফেসবুক পোস্টে দেওয়া গুগল ফরমের মাধ্যমে অথবা সরাসরি ফোনে যোগাযোগ করেও।
মোবাইল নম্বর: 01898773880
ঠিকানা: প্লট ৬২–৬৪, রোড ৩, ব্লক–এ, আফতাবনগর, ঢাকা।