
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ সদরের সাহেব কাচারী বাজার লেতু মন্ডল উচ্চ বিদ্যালয় মাঠ ২৫ সেপ্টেম্বর সোমবার বিকেলে রাজগঞ্জ যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকঅ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল উপস্থিত ছিলেন। খেলাটির উদ্বোধন করেন ৭ নং চরনিলক্ষিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব ফারুকুল ইসলাম রতন। এসময় বিশেষ অতিথি সাবেক সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ মহানগর শাখ মোর্শেদুল আলম জাহাঙ্গীর, আবু সাঈদ দ্বীন ইসলাম ফখরুল সাবেক দপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের রেজাউল হাসান বাবু সাবেক সম্পাদক, শম্ভুগঞ্জ জিকেপি ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ড. সিরাজুল ইসলাম, অ্যাডভোকেট মোঃ হযরত আলী, বীর মুক্তিযোদ্ধা হযরত আলী, ছড়াকার আলী ইউসুফ, লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পা, বিশিষ্ট সমাজসেবক আবু বকর ছিদ্দিক সহ অনেকেই । খেলাটিতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান ফয়সাল ।