Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / রাজাপুরে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাজাপুরে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

March 28, 2025 09:38:07 PM   অনলাইন ডেস্ক
রাজাপুরে ইসলামী আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঝালকাঠির রাজাপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাজাপুর শহরের বাইপাস মোড় এলাকায় উপজেলা কার্যালয়ে এ মাহফিল আয়োজন করা হয়।

উপজেলা শাখার সভাপতি মাওলানা জাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা বায়জিদ হক ফরাজির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঝালকাঠি জেলা সভাপতি হাফেজ মো. আলমগীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা কারী ইব্রাহিম আল হাদী, বাংলাদেশ মুজাহিদ কমিটি রাজাপুর উপজেলা শাখার মুফতি আসাদুজ্জামান সহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।