Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাণীনগরের একডালা ইউনিয়ন আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীনগরের একডালা ইউনিয়ন আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

March 20, 2023 06:20:54 PM   দেশজুড়ে ডেস্ক
রাণীনগরের একডালা ইউনিয়ন আ.লীগের সম্মেলন অনুষ্ঠিত

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলার একডালা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে আবাদপুকুর কলেজ মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে শহিদুল ইসলাম ফটিক কে সভাপতি এবং আব্দুল মজিদ আকন্দকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

একডালা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম ফটিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধন করেন নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী।

এছাড়া আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী প্রামানিক, রাণীনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল বারেক মোল্লা, সহ-সভাপতি ফরিদা পারভিন, সাংগঠনিক সম্পাদক জারজিস হাসান মিঠু, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল খালেক, যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জয়সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থি ছিলেন।