Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাণীনগরে দুই দিনব্যাপী এডভোকেসি প্রশিক্ষণের উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীনগরে দুই দিনব্যাপী এডভোকেসি প্রশিক্ষণের উদ্বোধন

June 06, 2023 09:14:59 PM   উপজেলা প্রতিনিধি
রাণীনগরে দুই দিনব্যাপী এডভোকেসি প্রশিক্ষণের উদ্বোধন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সদস্যদের দুইদিন ব্যাপী রিফ্রেশার্স প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার রাণীনগর প্রেস ক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা 
নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইন।

পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক এই প্রশিক্ষণের আয়োজন করেছে ওয়েভ ফাউন্ডেশন।

অনুষ্ঠানে উপজেলা এএনসির সভাপতি দেওয়ান মতিউর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ, এএনসির সহ-সভাপতি রোকুনুজ্জামান খাঁন, সাধারণ সম্পাদক এসএম সাইফুল ইসলাম, ই এলএমসি প্রকল্পের বিভাগীয় সহকারি সমš^য়কারী সুদীপ কুমার ঘোষ প্রমুখ। প্রশিক্ষণে সমাজের রাজনীতি ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণিপেশার ২৫জন্য প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করছেন।