Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাণীনগরে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীনগরে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা

October 14, 2023 09:33:06 PM   উপজেলা প্রতিনিধি
রাণীনগরে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতিমূলক সভা

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) এসএম রবিন শীষ অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন।এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু।

এছাড়া অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) সেলিম রেজা,ভাইস চেয়ারম্যান জারর্জিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মাসুদ রানা,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন কুমার মহন্তসহ আটটি ইউনিয়নের চেয়ারম্যানগণ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল বারেক মোল্লা,এবং ৪৭টি পূজা মন্দিরের সভাপতি-সম্পাদকরা উপস্থিত ছিলেন।