Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / রাণীনগরে নারী-শিশু নির্যাতন মামলার আসামীসহ দুইজন গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীনগরে নারী-শিশু নির্যাতন মামলার আসামীসহ দুইজন গ্রেফতার

April 11, 2023 01:42:43 AM   দেশজুড়ে ডেস্ক
রাণীনগরে নারী-শিশু নির্যাতন মামলার আসামীসহ দুইজন গ্রেফতার

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর থানাপুলিশ পৃথক অভিযান চালিয়ে নারী/শিশু মামলার আসামীসহ দুইজনকে গ্রেফতার করেছে। এসময় ১৫পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক মামলা রুজু করে দু’জনকেই সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, রোববার সন্ধায় উপজেলার পারইল বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫পিস ইয়াবাসহ তাপস চন্দ্র (৪৭) নামে একজনকে গ্রেফতার করেছে।গ্রেফতার তাপস পারইল নমসুত্র পাড়া গ্রামের ব্রজেন প্রামানিকের ছেলে। এ ঘটনায় রাতেই তাপসের বিরুদ্ধে মাদক মামলা রুজু করা হয়েছে।

অপরদিকে রোববার একই সময় উপজেলার সরিয়া গ্রামে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী সেলিম উদ্দীন (৩৫) কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার সেলিম ওই গ্রামের শহিদুল ইসলামের ছেলে।

গ্রেফতার দু’জনকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।