Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / রাণীশংকৈলে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মনববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীশংকৈলে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মনববন্ধন

February 17, 2025 07:57:39 PM   উপজেলা প্রতিনিধি
রাণীশংকৈলে হিমাগারের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মনববন্ধন

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে চলতি মৌসুমে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলা কৃষকদল ও আলুচাষীরা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় রানীশংকৈল উপজেলা পরিষদের মূল ফটকে সামনের সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয় । হিমাগারগুলোর বাড়তি ভাড়া বাতিল করে আগের ভাড়া বহালের দাবি জানিয়ে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের সভাপতি মোশারফ হোসেন, সম্পাদক গোলাম রসূল, উপজেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান, নূর নবী, সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এমনিতেই বাজারে আলুর দাম অনেক কম তার উপর হিমাগারের ভাড়া অযৌক্তিক ভাবে বৃদ্ধি করে কৃষকদের সংকটে ফেলা হয়েছে। এতে প্রান্তিক আলু চাষিরা মারাত্মক ক্ষতিতে পড়বেন, যার প্রভাব পুরো অর্থনীতিতে পড়বে। তাই দ্রুত এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানাচ্ছি।

মানববন্ধন শেষে কৃষকেরা উপজেলা পরিষদের সামনের সড়কে আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করেন। এসময় কৃষকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ। পরে কৃষকেরা উপজেলা নির্বাহী আফিসার বরাবর একটি স্মারক লিপি পেশ প্রদান করেন।