Date: May 15, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / রাণীশংকৈলে ৫০০ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাণীশংকৈলে ৫০০ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

August 07, 2023 08:30:37 PM   উপজেলা প্রতিনিধি
রাণীশংকৈলে ৫০০ গ্রাম গাজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাজাসহ মোক্তার হোসেন (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটককৃত মোক্তার হোসেন উপজেলার বাঁচোর ইউনিয়নের রাজোর গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে।

সোমবার (৭ আগষ্ট) দুপুরে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি জানান, রবিবার (৬ আগষ্ট) রাত  আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে
অভিযান চালিয়ে কাতিহার বাজারে মাদক ব্যবসায়ী মোক্তার হোসেনের নিজ পান দোকানের ভিতরে ৫০০ গ্রাম গাজাসহ
তাকে হাতেনাতে আটক করে।

তিনি আরো বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের আরও তিনটি মাদক মামলা রয়েছে। পরে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।