
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রুপগঞ্জ এলাকা হতে এক বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিজানুরকে গ্রেফতার করেছে র্যাব-১০। রবিবার (৯ জুলাই ২০২৩) র্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন খাদুন এলাকায় একটি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। জানা যায়, নারায়নগঞ্জের রুপগঞ্জ থানাধীন রুপসী খাদুন এলাকার বাসিন্দা মিজানুর রহমান মিজান (৩৯) প্রতারণার মামলায় ০১ বছরের সাজাপ্রাপ্ত ও পাঁচ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামী উক্ত ঘটনার সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। সে উক্ত মামলার রুজুর বিষয়টি জানতে পেরে নিজকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে ছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।