
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারীতে এক বসত বাড়ির ঘরের স্টীলের আলমারী ও সিন্ধুক থেকে ২২ হাজার ৬’শ পিস ইয়াবাসহ রকিব হাসান ওরফে রফিক (৩৪) নামে এক কুখ্যাত মাদক সম্রাটকে আটক করেছে থানা পুলিশ। আটক রফিক উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চরনতুন বন্দর গ্রামের সাবেক সেনা সদস্য আনোয়াচর হোসেনের পুত্র।
পুলিশ জানায়, সোমবার দিনগত রাত আনুমানিক আড়াই টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরনতুন বন্দর এলাকার রফিকের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
এসময় আটক হওয়া ব্যক্তির বসত বাড়ি’র ঘর থেকে ২২ হাজার ৬’শ পিস ইয়াবা, দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা’র বাজার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রুপ কুমার সরকার আটকের বিষয়টি সত্যতা স্বীকার করে বলেন, আটককৃত রকিব হাসান ওরফে রফিক নামের একজন কুখ্যাত মাদক কারবারিকে ২২ হাজার ৬’শ পিস ইয়াবাসহ আটক করা হয়।
তিনি আরও বলেন, এর আগে গত এক সপ্তাহ ধরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আটক রফিকের খোঁজখবর নেওয়া হয়েছিল এবং গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত গভীর রাতে এ বিপুল পরিমান ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নামে এর আগেই থানায় একাধিক মামলা রয়েছে। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার নামে মামলা রুজু করা হয়েছে। আগামীকাল বুধবার কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।