Date: May 23, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / রাষ্ট্র সংস্কারের প্রশ্ন এলেই বিভাজন দেখা দেয়: হাসনাত আব্দুল্লাহ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাষ্ট্র সংস্কারের প্রশ্ন এলেই বিভাজন দেখা দেয়: হাসনাত আব্দুল্লাহ

September 08, 2024 06:44:33 PM   অনলাইন ডেস্ক
রাষ্ট্র সংস্কারের প্রশ্ন এলেই বিভাজন দেখা দেয়: হাসনাত আব্দুল্লাহ

রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের প্রশ্ন আসলেই আমাদের মধ্যে বিভাজন দেখা দেয় বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

রোববার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও চবির সমন্বয়কগণ।

হাসনাত আব্দুল্লাহ বলেন, "যখন বিভাজনের সময় আসে, আমরা এক হয়ে যাই। যেমন ১৯৪৭-এর দেশভাগের সময়, ১৯৯০-এর অভ্যুত্থানে, কিংবা ২০২৪-এর গণঅভ্যুত্থানে আমরা ঐক্যবদ্ধ ছিলাম। তখন আমরা কাউকে জিজ্ঞেস করিনি, কে সরকারি চাকরি করে বা কে বিসিএস ক্যাডার। কিন্তু যখন গঠনের বা সংস্কারের প্রশ্ন আসে, তখনই বিভাজন শুরু হয়।"

তিনি আরও বলেন, "২০২৪ সালের গণঅভ্যুত্থানে ৫ আগস্টের আগে আমাদের মধ্যে কোনো বিভেদ ছিল না। কিন্তু যখন রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের প্রশ্ন উঠল, তখনই বিভাজন তৈরি হলো। একইভাবে, ১৯৪৭ ও ১৯৭১ সালেও আমরা একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম।"

মতবিনিময় সভায় শিক্ষার্থীরা তাদের মতামত প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে সমন্বয়কদের সাথে আলোচনা করেন।