Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / রাজীবপুরে সাংবাদিকের উপর হামলা, মামলা দায়ের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাজীবপুরে সাংবাদিকের উপর হামলা, মামলা দায়ের

August 29, 2022 09:28:33 AM  
রাজীবপুরে সাংবাদিকের উপর হামলা, মামলা দায়ের

রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা:
প্রধানমন্ত্রীর দেওয়া ১০ টাকা কেজি চালের নামের কার্ড অনলাইনে নিবন্ধন করতে অর্থ আদায়ের তথ্য সংগ্রহ করতে গিয়ে ইউপি সদস্যদের হাতে হামলার শিকার হয়েছেন রাজিবপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ, দৈনিক আমার সংবাদ, চ্যানেল এস ও ডেইলি অবজারভার প্রতিনিধি রফিকুল ইসলাম। এ ঘটনায় রাজিবপুর থানায় একটি মামলা দায়ের করেছেন হামলার শিকার ওই সাংবাদিক। ঘটনাটি ঘটেছে গত শনিবার বিকালের দিকে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার রাজিবপুর সদর ইউনিয়নে।

জানা গেছে, দশ টাকা কেজি চালের নাম অনলাইন নিবন্ধন করতে টাকা নেওয়ার বিধান না থাকলে রাজিবপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস এর নির্দেশে ইউপি সচিব নুরুন্নবী ও ইউপি সদস্যরা মিলে কার্ড ধারীদের কাছ থেকে জোরপূর্বক ১৫০ থেকে ২০০ টাকা করে দাবি করেন। এতে সুবিধাভোগীরা টাকা দিতে অস্বীকার করলে অনলাইনে তাদের নাম বাদ দেওয়া হবে বলে জানিয়েদেন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা। এ ঘটনাটি স্থানীয় সাংবাদিকদের জানালে তারা তথ্য সংগ্রহ করতে ওই ইউনিয়ন পরিষদে যান এবং ভিডিও ধারন করেন।

এসময় রাজিবপুর ইউপি চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস এর নির্দেশে ইউপি সচিব নুরুন্নবী, সদস্য আনোয়ার, শাহাব উদ্দিন, আবু শামা দেওয়ান, শাহ আলম, ফরিজল হক, বাবুল আক্তার, আব্দুল হাই ও মহিলা সদস্যের স্বামী মিষ্টার ওই সাংবাদিকের উপর হামলা চালায়। এতে সে গুরতর আতহ হলে তাকে উদ্ধার করে রাজিবপুর স্বাস্থ্য কেন্দ্র ভর্তি করা হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ মজাহারুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।