
দেশজুড়ে ডেস্ক:
র্যাব-৩ এর অভিযানে বহুল আলোচিত শিশু অপহরণ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাহিদা ওরফে আনোয়ারা আক্তারকে আটক করা হয়েছে।
সোমবার বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। আটক শাহিদা কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার মৃত আবদুল গনির মেয়ে।
র্যাব-৩ জানায়, নরসিংদী জেলার মাধবদী সদর থানাধীন এলাকায় ঘটে যাওয়া আলোচিত শিশু অপহরণ মামলার আসামী শাহিদা রূপগঞ্জে অবস্থান করছে -এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল গোয়েন্দা নজরদারী ও তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার বিকেলে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।
র্যাব-৩ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহিদা অপহরণের বিষয়টি স্বীকার করে। সে ২০০৮ সালে ২ বছরের শিশু রাফিকে অপহরন করে এবং অপহরণের পর আইন-শৃংখলা বাহিনী কর্তৃক অপহৃত শিশুটিসহ ধরা পড়ে এবং ০৪ মাস জেলে থাকার পর জামিনে মুক্তি পান। পরবর্তীতে সে জামিনে মুক্তি পাওয়ার পর আদালতে হাজিরা না দিয়ে আত্মগোপন করে। আসামীর অনুপস্থিতিতে দীর্ঘ শুনানি শেষে আদালত তাকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫০,০০০ টাকা জরিমানা করে।
আসামির বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া চলমান বলেও জানিয়েছে র্যাব।