রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলা জাতীয় দৈনিক ইত্তেফাক পত্রিকার রৌমারী সংবাদদাতা প্রয়াত আমির হোসেন এর শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩ টার দিকে দক্ষিণ বাগুয়ারচর সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট কুড়িগ্রাম (সিএসডিকে)র প্রধান কার্যালয়ে সংস্থার নির্বাহী পরিচালক আবু হানিফ মাস্টারের সভাপতিত্বে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এর আগে কবর জিয়ারত ও রূহের মাগফিরাত কামনায় দোয়া পাঠ করা হয়।
শোক ও স্মরণ সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাড.আমজাদ হোসেন, বিপিএম সভাপতি আনিছুর রহমান ছক্কু, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ফজলে এলাহী স্বপন, দৈনিক ইত্তেফাকের ফুলবাড়ি সংবাদদাত অনিল চন্দ্র রায়, উলিপুর সংবাদাতা অধ্যাপক জাহাঙ্গীর আলম, চিলমারী সংবাদদাতা নজরুল ইসলাম সাজু, রাজিবপুর সংবাদদাতা আব্দুল্লাহ আল মামুন, দৈনিক সকালের সময় প্রতিনিধি আব্দুর রহমান, সমাজসেবক আমিনুর রহমান মাস্টার, বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী উপজেলা শাখার সভাপতি শফিকুল ইসলাম, প্রভাষক ফরিদ উদ্দিন, মোহাম্মাদপুর কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় কলেজের বিভাগীয় প্রধান মিজানুর রহমান মজনু, এনজিও প্রতিনিধি শুভ্র জ্যোতি সেন শর্মা, বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম, যুবলীগ নেতা আনিছুর রহমান, সিএসডিকের সহকারি পলিচালক হারুনর রশিদ, সিএসডিকের এনজিওর সভাপতি ফজর আলী, বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, কোষাধ্যক্ষ সাইফুল ইসলাম, সদস্য মিন্টু মিয়া, ইউনুস আলী ও দৈনিত প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মাসুদ রানাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী উপজেলা শাখার সহ-সভাপতি দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি শাহ আ: মোমেন।
গত ১৩ আগস্ট রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিসৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়। তিনি দৈনিক ইত্তেফাক, কুড়িগ্রাম খবর, বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি মৃত্যু কালে স্ত্রী ও ১কন্যা সন্তান সহ অসংখ্য আতীয় স্বজন রেখে মৃত্যু বরণ করেন মৃত্যু কালে তার বয়ষ হয়েছিল ৩২ বছর।