Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / রৌমারীর সাংবাদিক আমির হোসেন আর নেই - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রৌমারীর সাংবাদিক আমির হোসেন আর নেই

August 14, 2022 06:37:50 AM  
রৌমারীর সাংবাদিক আমির হোসেন আর নেই

রৌমারী সংবাদদাতা:
কুড়িগ্রামের রৌমারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা আমির হোসেন মারা গেছেন।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সাংবাদিকতা জীবনের শুরুতে তিনি জাতীয় দৈনিক দেশেরপত্র, জেটিভি নিউজ ও স্থাণীয় দৈনিক কুড়িগ্রাম খবরে কাজ করেন।

স্থানীয় সংবাদিক শাহাদাত হোসেন জানান, গত রবিবার (৭ আগস্ট) হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩২ বছর। তিনি স্ত্রী, তিন বছর বয়সের এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সাংবাদিক আমির হোসেন উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাইটকামারী গ্রামের প্রয়াত আছমত আলীর ছেলে। তিনি রৌমারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, বন্দবেড় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও স্থানীয় এনজিও সেন্টার ফর স্যোসাল ডেভেলপমেন্ট (সিএসডিকে)’র সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে উপজেলার ও জেলার সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন।