Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার কার্যালয় উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার কার্যালয় উদ্বোধন

March 03, 2023 12:42:39 AM   দেশজুড়ে ডেস্ক
লালমাই উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার কার্যালয় উদ্বোধন

লালমাই প্রতিনিধি, কুমিল্লা:
কুমিল্লার লালমাই উপজেলা পরিষদ নির্বাচনের নৌকা প্রতিকের নির্বাচনী প্রচারণার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করা  হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় লালমাই উপজেলার বাগমারা বাজারস্থ ধান বাজার সংলগ্ন হাফেজ কোম্পানি মার্কেটে উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ কামরুল হাসান শাহীন এর নির্বাচনী প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবদুল মতিন মোল্লার সভাপতিত্ত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আবদুল হামিদ বিএ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নৌকা প্রতিকের বিজয়ের লক্ষ্য আলোচনা সভা, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উদ্বোধন শেষে বাগমারা বাজারে নৌকা প্রতিকের সমর্থনে উৎসব মুখর পরিবেশে একটি মিছিল প্রদক্ষিণ করেন। এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।