
ভারতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার থাকার স্ট্যাটাস কী, তা ভারতকেই জিজ্ঞেস করতে বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। রোববার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, "ভারতে শেখ হাসিনা কী স্ট্যাটাসে আছেন, সেটা বরং ভারতকেই জিজ্ঞেস করুন। তার লাল পাসপোর্ট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। ভারতকে জিজ্ঞেস করুন, কোন স্ট্যাটাসে তিনি সেখানে আছেন।"
শেখ হাসিনাকে ফেরত আনা প্রসঙ্গে তিনি বলেন, "যদি লিগ্যাল প্রশ্ন আসে, আমরা তো ফেরত চাইতেই পারি। তবে, ভারত ফেরত দেবে কি না, সেটা তাদের বিষয়।"
ভারতবিরোধী মনোভাব ও প্রকল্প নিয়ে তিনি বলেন, "অস্থিরতার কারণে সাময়িক সমস্যা হয়েছে, কিন্তু ধীরে ধীরে সব স্বাভাবিক হবে।"