Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্যামপুর থেকে ২১ লাখ টাকা মূল্যের হেরোইনসহ আটক ১ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্যামপুর থেকে ২১ লাখ টাকা মূল্যের হেরোইনসহ আটক ১

March 03, 2023 11:30:38 PM   দেশজুড়ে ডেস্ক
শ্যামপুর থেকে ২১ লাখ টাকা মূল্যের হেরোইনসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর শ্যামপুর এলাকা হতে আনুমানিক ২১ লক্ষ টাকা মূল্যের হেরোইনসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

বৃহস্পতিবার র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল শ্যামপুর থানাধীন পশ্চিম জুরাইন এলাকায় একটি অভিযান পরিচালনা করে ২১২ গ্রাম হেরোইনসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আবু বকর সিদ্দিক (৩৩), সে চাপাইনবাবগঞ্জ সদরের মৃত মুনিমুল হকের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবু বকর সিদ্দিক জানায়, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে শ্যামপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১০ সূত্র।