Date: May 11, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

January 26, 2024 06:44:35 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ব্যাটারী চালিত অটোরিকশার ধাক্কায় রোমান নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। বাসার পাশের রাস্তায় খেলার সময় অটোরিকশা ধাক্কা দিলে মাথায় ও গাঁঢ়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার(২৬ জানুয়ারী)সকালে শ্রীপুর পৌরসভার  লিচু বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেড় বছর বয়সী শিশু রোমান জামালপুর জেলার সদর উপজেলার হোলাটিয়া এলাকায় নাজির উদ্দিনের ছেলে। তার বাবা শ্রীপুর পৌরসভার লিচু বাগান এলাকায় জনৈক খলিল মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ্ জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।