
মাগুরার শ্রীপুর উপজেলার ৩নং শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়াকে (কুটি) অপসারণের দাবিতে ইউনিয়ন পরিষদ ঘেরাও করেছেন বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসী। বৃহস্পতিবার (১ মে) দুপুরে খামারপাড়া বাজারে ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা একাধিক অভিযোগ তুলে ধরে তার পদত্যাগ দাবি করেন।
বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সদস্য সচিব জোয়ার্দার শাহ আলম তুফান, সাবেক বিএনপি নেতা আসাদুজ্জামান খাঁজা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. হেমায়েত হোসেন, জেলা যুবদলের সদস্য মিলন মন্ডল, উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. মেহেদী হাসান মুকুল, উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি আলিম খান, যুবনেতা টিপু সুলতান, বিএনপি নেতা তুজাম্মেল জোয়ার্দার, ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক সেলিম মোল্লাসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন সরকারি নিয়মনীতি উপেক্ষা করে হাট-বাজারে তার বাহিনী দিয়ে অতিরিক্ত টোল আদায় করছেন, উন্নয়নের নামে ব্যবসায়ীদের প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করছেন এবং দলীয়করণ করে সরকারি অনুদান বিতরণ করছেন। বক্তারা আরও বলেন, তার মদদপুষ্ট বাহিনীর হামলায় খামারপাড়া, দরিবিলা, দাইরপোল, পূর্বশ্রীকোল, টুপিপাড়া, ঝোনগাছা ও দোসতিনা গ্রামের অনেকেই আহত বা নিহত হয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, "যে দেশে সরকারের বৈধতা নেই, সেখানে ইউনিয়ন পরিষদ নির্বাচন বৈধ হতে পারে না। ইউনিয়ন পরিষদ থেকে আওয়ামী লীগের দুর্নীতিগ্রস্ত চেয়ারম্যানদের অপসারণ করতে হবে, না হলে জনগণ আবারও কঠোর আন্দোলনে যাবে।"
তারা শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দ্রুত অপসারণ করে তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত ও শাস্তির দাবি জানান।