Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে এলোপাতাড়ি কুপিয়ে ৬ জনকে জখম, গ্রেফতার ৪ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে এলোপাতাড়ি কুপিয়ে ৬ জনকে জখম, গ্রেফতার ৪

July 10, 2023 07:36:31 PM   জেলা প্রতিনিধি
শ্রীপুরে এলোপাতাড়ি কুপিয়ে ৬ জনকে জখম, গ্রেফতার ৪

শাহাদত হোসাইন:
গাজীপুরের শ্রীপুরে চোখে মরিচের পানি স্প্রে করে বাড়ির লোকজনদের আহত বানিয়ে এবং গুলি ফুটিয়ে আতংক সৃষ্টি করে জমি দখলের চেষ্ঠা, হামলাকারীরা এলোপাতারি কুপিয়ে ৬ জনকে গুরুতর আহত করে। এ সময় এলাকাবাসী তিনটি মোটরসাইকেল সহ ৮জনকে একটি ঘরে অবরুদ্ধ করে রাখে, পরে পুলিশ এসে ৪ জনকে গ্রেফতার করে। তাঁদের মধ্যে রাম দায়ের কোপে এক বৃদ্ধের পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এসময় সন্ত্রাসীরা গুলি ফুটিয়ে আতংক সৃষ্টি করে। গুরুতর অবস্থায় তাঁদেরকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ, ঢাকা মেডিক্যাল কলেজ ও জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। এসময় পুলিশ বেশ কয়েকজন নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের ভিটিপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ হামলার ঘটনা উত্তেজিত কয়েকশ গ্রামবাসী হামলায় জড়িত ৮ জনকে ধরে একটি ঘরে অবরুদ্ধ করে রাখে এবং  পুলিশের হাতে তুলে দেয়। এসময় পুলিশ চারজনকে গ্রেপ্তার করে এবং অপর চারজনকে চিকিৎসা করানোর ব্যবস্থা করে।  হামলায় অংশ নেওয়া অন্যরা পালিয়ে যায়। উত্তেজিত গ্রামবাসী হামলাকারীদের তিনটি মোটর সাইকেল ভাঙচুর করেছে।

সন্ত্রাসী হামলায় আহতরা হলেন, ওই গ্রামের নূরুদ্দিন সরকার (৭২), বাহার উদ্দিন সরকার (৬৮), সিরাজ উদ্দিন সরকার (৬২), আব্দুর রউফ সরকার (৪৭), মতিজা (৫৮) ও সখিনা (৫২)।

স্বজনরা দাবি করেন, আহতদের মধ্যে নূরুউদ্দিনের ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। আটককৃত সন্ত্রাসীরা হলেন, বাবুল (৪৫), আসিফ (৩৪), মোমেন (২৭) ও নাহিদ (৩০)।

এ হামলায় গুরুতর আহত সিরাজ উদ্দিন সরকারের ছেলে মোহাম্মদ অপু জানান, সাড়ে তিন বিঘা জমি কের্টের অর্ডারে ম্যাজিস্ট্রেট এসে তাদের বুঝিয়ে দিয়ে গেছেন। তারা দীর্ঘ ৪০ বছর যাবৎ সরকার কাছ থেকে লিজকৃত জমি ভোগদখল করে আছেন। হঠাৎ করে একই গ্রামের অভিযুক্ত সাইফুল ইসলাম অপর অভিযুক্ত আইন উদ্দিনের মাধ্যমে ৩০ জন সন্ত্রাসী এনে আমাদের জমি জবরদখল করার চেষ্টা করে এসময় আমার বাপ চাচা ও স্বজনরা বাঁধা দিলে তাদের এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরবর্তীতে স্থানীয় জানতা জরো হয়ে তাদের প্রতিহত করে। সন্ত্রাসীরা আমার চাচা নূরু উদ্দিন সরকারের ডান পা কুপিয়ে বিচ্ছিন্ন করে ফেলে।

প্রত্যক্ষদর্শী একই গ্রামের নূরুল ইসলাম বলেন, হঠাৎ করে গুলাগুলির শব্দ শুনে ভিটিপাড়া মোড় থেকে আমরা দৌড়াদৌড়ি করে ছুটে আসি। এরপর শতশত লোকজন জরো হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করলে তাঁরা পাশের একটি বাড়িতে ঢুকে। এরপর স্থানীয়রা ওই বাড়িতে সন্ত্রাসীদেরকে বাহির থেকে তালাবদ্ধ করে রাখে এবং পুলিশকে খবর দেয়। এসময় সন্ত্রাসীরা তিনটি গুলি ফুটিয়ে আতংক সৃষ্টি করে।

ভুক্তভোগী মোহাম্মদ অপু  বলেন, সন্ত্রাসীরা গুলি দা চাপাতির পাশাপাশি লংকা মরিচ পানিতে মিশিয়ে, এরপর সেগুলো প্লাস্টিকের বোতলে ভর্তি করে মানুষের চোখে মুখে ছিটিয়ে দেয়। তাতে করে বেশ কয়েকজনের চোখে সমস্যা হয়েছে।

প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের ৬নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল কাদির বলেন, বিষয়টি জানার পরপরই দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে ছুটি আসি। এরপর স্থানীয় উত্তেজিত জনতাকে থামিয়ে পুলিশে খবর দেয়া হয়। এরপর পুলিশ বহু সদস্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত সন্ত্রাসীদের উদ্ধার করে পুলিশ নিয়ে যায়। এর আগেই সন্ত্রাসীদের হাতে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় তার স্বজনরা।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ এএফএম নাসিম বলেন, জমি জবরদখল ঘটনায় কয়েকজন আহত হয়েছে। হামলার ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে । গোলাগুলির বিষয়টি আমার অফিসাররা জানায়নি। ভুক্তভোগীদের দেয়া লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে। এঘটনায় এখন পর্যন্ত ৫জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে একজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।