Date: May 11, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে গৃহবধূর ও হিজরার ঝুলন্ত মরদেহ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে গৃহবধূর ও হিজরার ঝুলন্ত মরদেহ উদ্ধার

April 18, 2024 08:26:08 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে গৃহবধূর ও হিজরার ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্রীপুর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের বহেরারচালা গ্রামের একটি বাড়ি থেকে সুবর্ণা আক্তার (১৯) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে  শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফুরকান খান বিষয়টি নিশ্চিত করেন।

নিহত গৃহবধূ সুবর্ণা আক্তার (১৯) ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার রুদ্রগাঁও গ্রামের সোহাগ মিয়ার মেয়ে। তাঁর স্বামীর আসিফ মিয়া।

প্রতিবেশী রুবেল মিয়া জানান, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয় নিয়ে ঝগড়াঝাঁটি লেগে থাকত। গতকাল বুধবার রাতেও ঝগড়া হয়। পরে স্বামী ঘর থেকে বের হয়ে যায়। প্রতিবেশীরা খোঁজ নিতে গিয়ে ঘরের দরজা আটকানো দেখতে পান। সন্দেহ হলে দরজা ভাঙা হয়। তখন ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

শ্রীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) ফুরকান খান বলেন, স্বজনেরা জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করছেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে গাজীপুরের  শ্রীপুরে আব্দুল মান্নান অনন্যা (২২) নামের এক হিজড়ার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

গত বুধবার রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল মান্নান অনন্যা শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামের নূরুল আমিনের সন্তান। তিনি ধনুয়া গ্রামের তোফাজ্জল হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর লাশ উদ্ধারের বিষয় নিশ্চিত করেন শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান।

নিহতের সহকর্মীদের বরাত দিয়ে এসআই আবু রায়হান বলেন, ‘মানুষিক চাপে হিজড়া অনন্যা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।