Date: May 11, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

December 08, 2023 07:46:06 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল চালক নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর এলাকায়  ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কামরুজ্জামান নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শ্রীপুর-কাপাসিয়া আঞ্চলিক সড়কের নারায়ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো: কামরুজ্জামান (৩৫) এর বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায়। তিনি অলিম্পিক কারখানার মার্কেটিং ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এস.আই) তানসেন চৌধুরী  জানান, শুক্রবার ছুটির দিন থাকায় বাড়িতে গিয়েছিলেন কামরুজ্জামান। দুপুরের দিকে নিজ মোটরসাইকেল যোগে কাপাসিয়া এলাকায় কর্মস্থলে যাচ্ছিলেন তিনি । গোসিংগা ইউনিয়নের নারায়ণপুর এলাকায় পৌঁছলে সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করতে যান তিনি। এসময় বৃষ্টি ভেজা সড়ক থাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণে সমস্যা হলে সড়কে পড়ে যান কামরুজ্জামান। পরে পেছনে থাকা ট্রাকটির সামনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে শ্রীপুর থানা হেফাজতে নেয় পুলিশ।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম  বলেন, এ ঘটনায় শ্রীপুর থানায় একটি অপমৃতুর মৃত্যুর মামলা হয়েছে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়েছে। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হবে।