Date: May 11, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে ডুবে প্রাইভেটকারে মালিকের মৃত্যু চালক আহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে ডুবে প্রাইভেটকারে মালিকের মৃত্যু চালক আহত

January 18, 2024 04:48:01 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে ডুবে প্রাইভেটকারে মালিকের মৃত্যু চালক আহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে ঘনকুয়াশায় টার্ণিং এ নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার পাশের ডোবায় পড়ে পানিতে ডুবে কার মালিকের মৃত্যু এ চালক আহত করেছে। কারটি ডোবায় পড়ে যাওয়ার পর আশপাশের লোকজন দেখতে পেয়ে গাড়ির দরজা ভেঙে দুজনকে উদ্ধার করে স্থানীয়রা। তাদের মধ্যে প্রাইভেটকার মালিক মারা যায় এবং চালককে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোর সাড়ে ছয়টার সময় উপজেলার মাওনা ইউনিয়নের বদনীভাঙা গ্রামে গাজীপুর টু বদনীভাঙা আঞ্চলিক সড়কের গোপাটের মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত প্রাইভেটকার মালিক মো. মাফিজ মন্ডল (৬৫) উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মো. গোলাম মাওলার ছেলে। আহত চালক রুবেল একই এলাকার খোকা মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ছয় দিন আগে প্রাইভেটকারটি ক্রয় করার পর বৃহস্পতিবার ভোরে গাড়িটির রেজিস্ট্রেশন করার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে এ দুর্ঘটনার কবলে পড়ে মালিকের মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন জানান,চালকসহ নিহত মাফিজ মন্ডল নিজের প্রাইভেটকার যোগে বাড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করে কিছুদূর যাওয়ার পর ঘন কুয়াশায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে বদনীভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে একটি ডোবায় ছিটকে পড়ে যায়। গাড়ির দরজা লক থাকার কারণে ডোবায় পড়ে পানিতে ডুবে যায় প্রাইভেটকারটি। দরজা ভেঙে বের করার আগের মালিকের মৃত্যু হয়। চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিন্টু মোল্লাহ জানান, ভোর বেলায় ঘন কুয়াশায় টার্নিং এর সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকাটি ব্রিজের নিচে ডুবায় পড়ে গেলে পানিতে ডুবে ঘটনাস্থলেই প্রাইভেটকারের মালিকের মৃত্যু হয়।আহতাবস্হায় চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।