গাজীপুরের শ্রীপুরে প্রাইভেট হাসপাতাল মালিক সমিতির উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২৫ মার্চ) বিকালে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা সুপার স্টার চাইনিজ রেস্টুরেন্টে-এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সরকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ শাহ আলম সিকদার,বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, অধ্যাপক ডাঃ হুমায়ুন কবির খান, ডাঃ মাহমুদুল হাসান,বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী,শ্রীপুর কলেজের সাবেক ভিপি আহসান উল্লাহ,শ্রীপুর থানার ওসি (তদন্ত) মোঃ সাখাওয়াত হোসেন, ওসি অপারেশন মোঃ সোহেল রানা, জেলা শাখার কোষাধক্ষ্য মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান খান হাবিব, আব্দুল হান্নান মিয়া, খোকন মিয়া, জুনায়েদ হাবিব রুবেল প্রমুখ।