Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

May 31, 2023 07:25:02 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

শাহাদত হোসাইন:
‘তামাক নয়, খাদ্য ফলান’ স্লোগানে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন স্থানে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৩১ মে বেলা ১১টায় শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আশপাশের বিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থীর ও জনপ্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

আলোচনা সভায় বাঁশবাড়ি আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সমাজ ও মানবোন্নয়ন সংস্থার পরিচালক মো. সানোয়ার উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল হক মাদবর।

এ সময় তিনি বলেন, তামাক মারাত্মক এক মরণব্যাধি যা, সেবনে যেকোনো বয়সের মানুষের মৃত্যু ঘটতে পারে। তামাক বা যে কোন মাদক মানুষকে পরিবার থেকে দূরে ঠেলে দেয়।

তিনি আরও বলেন, আমি জীবনে এক দিনেও বিড়ি, তামাকসহ কোন মাদকদ্রব্য সেবন করিনি। ফলে এখনো আমার ফুসফুস ও হার্টে কোন প্রকার সমস্যা দেখা দেয়নি। এখানে উপস্থিত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মাধ্যমে সমগ্র ইউপিতে যত বিদ্যালয় রয়েছে সকল বিদ্যালয়ের শিক্ষকদের অভিভাবকদের আহ্বান করছি আপনাদের আমাদের সন্তানেরা যেন কোন প্রকার তামাকসহ মাদক গ্রহণে আসক্ত হতে না পারে সে বিষয়ে আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন। এ সময় তিনি আরো বলেন প্রত্যেকের কাছে আমার অনুরোধ প্রত্যেকের এলাকায় আপনাদের মহল্লায় যারা মাদক সেবন ও ব্যবসা করে তাদেরকে ধরিয়ে দিবেন আপনাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন- গাজীপুর ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ৬ নং ওয়ার্ডের সদস্য মোঃ মিজানুর রহমান বাচ্চু,২ নং ওয়ার্ডের সদস্য মোঃ ইয়ার মাহমুদ, সংরক্ষিত মহিলা সদস্য মিনারা নাজমুল, ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. নজরুল ইসলাম, গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আমিনুল ইসলাম বিএসসি, আলহাজ্ব হাফেজ মোঃ আবু নাসের, নিজমাওনা উচ্চ বিদ্যালয়ের ল্যাব সহকারী মোঃ রুহুল আমিন, বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ খোরশেদ আলম জীবন, গাজীপুর নবজাগরণ যুব উন্নয়ন ছাত্র সংঘের  সাবেক সভাপতি মোঃ রহিম ফকির,গাজীপুর দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম মাষ্টারসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।