
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে উপজেলা সদরের শ্রীপুর ভবনের উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক নুরুজ্জামান জামানের সভাপতিত্বে এবং সদস্য সচিব জুনাইদ হাবীব রুবেলের সঞ্চালনায় ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জামিল হাসান দুর্জয়।
অনুষ্ঠানে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।