Date: May 11, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে রাতের আঁধারে নৌকার অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুর - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে রাতের আঁধারে নৌকার অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুর

December 27, 2023 08:59:29 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে রাতের আঁধারে নৌকার অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুর

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর-৩ আসনের নৌকা মার্কার  নির্বাচনী অফিসে রাতের আঁধারে  অগ্নিসংযোগ ও ভাংচুরের অভিযোগ স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে নির্বাচনী এলাকার শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব বেড়াবাড়ি গ্রামের নির্বাচনী অফিসে এ অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটে।

অটোরিকশা চালক মো. রুবেল মিয়া বলেন, আমি আওয়ামিলীগের নির্বাচনী অফিসের পাশে একটি দোকানে নিয়মিত অটোরিকশা চার্জ দেই। রাত আনুমানিক তিনটার দিকে হঠাৎ করে ঘুম ভেঙে যায়। এরপর নাকে পুড়া গন্ধ আসলে দোকান খুলে বাইরে বের হয়ে অফিসে আগুন জ্বালতে দেখি। পরবর্তীতে আশপাশের দোকানদারদের ডেকে সবাই মিলে আগুন নিয়ন্ত্রণ করি। তবে কে বা কাহারা আগুন দিয়েছে আমি দেখিনি।

গোসিঙ্গা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নৌকা মার্কার আহবায়ক মো. মানিক সরকার জানান, গত কিছুদিন যাবৎ নৌকা প্রতীকের পোস্টার কে বা কাহারা ছিঁড়ে ফেলছে। মঙ্গলবার রাতে স্থানীয় দোকানদার আমাকে অফিস পুড়ানোর বিষয়টি জানালে আমি নেতাকর্মীদের নিয়ে সাথে সাথে ঘটনাস্থলে ছুটে গিয়ে পুলিশকে অভিহিত করি। তিনি আরও জানান, স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের লোকজন এই ঘটনা ঘটিয়েছে। এবিষয়ে আমি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ জামান  বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শামীমা ইয়াসমিন  বলেন, খবর ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।