Date: May 11, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে শিক্ষক পরিবারের ওপর হামলা, জমি দখলের অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে শিক্ষক পরিবারের ওপর হামলা, জমি দখলের অভিযোগ

March 25, 2024 12:22:52 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে শিক্ষক পরিবারের ওপর হামলা, জমি দখলের অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে এক শিক্ষক পরিবারকে মারধর করে জমি দখলের অভিযোগ ওঠেছে। গত শুক্রবার  সকাল ৯টার দিকে  উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরিবারের পক্ষে নাজমুল ইসলাম নাজিম বাদী হয়ে মানিক মিয়া  (৩০), বাবুল মিয়া (২৭), মো. আকরাম (২৫), মো. জামান (১৯) সহ অজ্ঞাত ৪-৫ জনকে অভিযুক্ত করে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগকারী নাজমুল ইসলাম নাজিম বলেন, বিবাদীগণ বেশ কিছুদিন যাবৎ আমাদের  জমি দখলে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। গত শুক্রবার আমাদের জমি দখলের চেষ্টাকালে  আমরা বাধা দিতে গেলে  আমাদের পরিবারের সদস্যদের মারধর করে। এসময় আমার চাচাতো ভাই তন্ময়(১৮)সহ আমরা পরিবারের সদস্যগণ আঘাত প্রাপ্ত হয়ে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহযোগিতা নেই। এসময় আমাদের আত্মচিৎকারে আশপাশের লোকজন এসে আমাদের রক্ষা করেন।

এ বিষয়ে বিবাদী পক্ষে আব্দুর রাজ্জাক বলেন, এ জমি আমাদের মৌখিক এওয়াজকৃত সে মোতাবেক আমরা দখলে নেওয়ার চেষ্টা করেছি।

শ্রীপুর থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই মামুন জানান, শিক্ষক পরিবারকে মারধরের লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছি। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।