
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গাজীপুর জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও শ্রীপুর পৌর যুবদলের যুগ্ন আহবায়ক এস এম পলাশ চঞ্চলকে যুবদলের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতীয়বাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অপরাধ কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এস এম পলাশ চঞ্চলকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এতে জাতীয়বাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন তার বহিষ্কারের সিদ্ধান্ত কার্যকর করেন।