Date: May 06, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুরে ঘর ও জমি হস্তান্তর উপলক্ষে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুরে ঘর ও জমি হস্তান্তর উপলক্ষে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

March 20, 2023 06:45:00 PM   দেশজুড়ে ডেস্ক
শরীয়তপুরে ঘর ও জমি হস্তান্তর উপলক্ষে জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহীন পরিবারের জন্য তৃতীয় ও চতুর্থ পর্যায়ে নির্মিত ঘর উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করা হয়। সোমবার সকাল ১০ ঘটিকার সময় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তৃতীয় চতুর্থ পর্যায়ে নির্মিত ঘর ও জমি হস্তান্তর উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুরের সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট পারভেজ হাসান। আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনুপ কুমার দে এবং সদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্রসহ জেলার ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

জেলা প্রশাসক মো. পারভেজ হাসান জানান, সারা দেশের ন্যায় শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে মোট ৩০২ টি গৃহীন ভূমিহীন(‌‘ক’ শ্রেণির) পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে।

সদর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পুনর্বাসিত পরিবার গুলোর আত্মসামাজিক অবস্থার উন্নতি ঘটতে শুরু করেছে। হাঁস-মুরগি, গবাদি পশু ও উপজেলা প্রশাসনের দেওয়া কবুতর পালন করছে। বন বিভাগ থেকে পরিবারগুলোকে ফলজ বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। আশ্রয়ন- ২ প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মহতী ও সৎ উদ্যোগ। তার এই উদ্যোগটি একটি জনকল্যাণমূলক ইবাদতের শামিল বলে মনে করা হয়।

তিনি আরো বলেন, এ প্রকল্পের বাস্তবায়ন শরীয়তপুর সদর উপজেলায় এতটা সহজ ছিল না। সকলের প্রচেষ্টা এবং আপনাদের ঐকান্তিক সহযোগিতায় সকল প্রতিকূলতা উপেক্ষা করে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি ও জেলা প্রশাসক এর নেতৃত্বে আজ ভূমিহীন- গৃহহীন মুক্ত উপজেলা ঘোষিত হতে যাচ্ছে।