
শরীয়তপুর আদলত কক্ষের সামনে থেকে হত্যা মামলার আসামি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি ২৭ এপ্রিল শনিবার বিকেল ৪টার দিকে ঘটেছে বলে জানিয়েছে আদালত সূত্র।
বিষয়টি নিশ্চিত হতে কোর্ট পুলিশ পরিদর্শক আলামগীর হোসেন মজুমদার এর কক্ষে গিয়ে তাকে পাওয়া যায়নি। মোবাইলে কল দিলে তিনি পালং থানায় আছেন বলে জানান।
নাম প্রকাশ না করার স্বার্থে পালং থানা পুলিশের এক কর্মকর্তা উপস্থিত গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকালে শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চাঁন মিয়া মাদবরের পুকুর থেকে মোহাম্মদ আলী মাদবরের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় সহযোগি আসামি ছিলো বাবু ফকির। আসামি পালানোর সময় হাতে হাতকঁড়া পরানো ছিল কিনা বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশের অপর একটি সূত্র জানায়, আসামি পুলিশ হেফাজত থেকে পালিয়েছে এর বিরুদ্ধে মামলা করা হবে। মামলা হলে অফিসিয়ালি সাংবাদিকদের জানানো হবে।