Date: May 11, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুর ইফার দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার ও যাকাত বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্...

শরীয়তপুর ইফার দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার ও যাকাত বিতরণ

April 09, 2024 12:01:01 AM   উপজেলা প্রতিনিধি
শরীয়তপুর ইফার  দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার ও যাকাত বিতরণ

শরীয়তপুর ইসলামামিক ফাউন্ডেশনের আয়োজনে দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার ও যাকাত বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই অয়োজন করা হয়।  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহমেদ।

জানা যায়, এবার ছয়টি উপজেলায় ১২১ জন দারিদ্রকে মোট ৫ লক্ষ ৮১ হাজার ৩৯৬ টাকা যাকাত দেয়া হয়েছে।  ইফা'র জেলা কার্যালয় থেকে শরীয়তপুর সদর উপজেলার ৪৪ জন দারিদ্র্যকে এক লক্ষ ৯১ হাজার ৫শ' ৯০ টাকা বিতরণ করা হয়। এছাড়াও বাকী পাঁচটি উপজেলায় ৭৭ জন দারিদ্র্যকে যাকাতের অর্থ বিতরণ করা হয়।

স্বাগত বক্তব্য ও প্রবন্ধ উপস্থাপন করেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক কৃষিবিদ ড.মুহাম্মদ আবু তালহা। তিনি দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা সম্পর্কে ইসলামের ইতিহাসে যাকাতের অধ্যায়, যাকাত একই সাথে মুসলিম সরকারের ধর্মীয় ও অর্থনৈতিক কৌশল, যাকত-এর পরিচয়, যাকাতদাতা, যাকাতের হকদার ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,পুলিশ সুপার মাহবুবুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাইনউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুদ্দিন গিয়াস, সদর উপজেলা মডেল মসজিদ পেশ ইমাম মাওলানা মোঃ কামরুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশন ফিল্ড অফিসার  মোঃ শাহাবুদ্দিন।