Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুরে চার সাংবাদিকের ওপর হামলা: ১২ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুরে চার সাংবাদিকের ওপর হামলা: ১২ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

February 15, 2025 09:07:41 PM   উপজেলা প্রতিনিধি
শরীয়তপুরে চার সাংবাদিকের ওপর হামলা: ১২ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে চার সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ১২ দিন পার হলেও কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এ নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জেলার গণমাধ্যমকর্মী ও সচেতন মহল।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর হাসপাতালের এক চিকিৎসকের রোগীর সঙ্গে দুর্ব্যবহার নিয়ে সংবাদ প্রকাশের জেরে ৩ ফেব্রুয়ারি দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের সামনে হামলার শিকার হন দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি সোহাগ খান সুজন। হামলাকারীরা হাতুড়ি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে গুরুতর আহত করে। এ সময় তাকে বাঁচাতে গেলে নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধি বিধান মজুমদার (অনি), দেশ টিভির সাইফুল ইসলাম আকাশ ও বাংলা টিভির নয়ন দাসের ওপরও হামলা চালানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় সোহাগ খান সুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পালং মডেল থানা সূত্রে জানা গেছে, ওই রাতেই ভুক্তভোগী সাংবাদিক সোহাগ খান সুজন বাদী হয়ে স্থানীয় ক্লিনিক ব্যবসায়ী নুরুজ্জামান শেখ (৪৫), শামিম শেখ (৪০), ইব্রাহিম মোল্লাসহ (৪০) ৭ জনের নাম উল্লেখ করে ও আরও ৮-১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন। পরদিন জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ও ৭ ফেব্রুয়ারি নড়িয়া উপজেলায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেন সাংবাদিক সংগঠনের নেতারা ও গণমাধ্যমকর্মীরা। তবে ১২ দিন পেরিয়ে গেলেও পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

ভুক্তভোগী সাংবাদিকরা অভিযোগ করেছেন, পুলিশের কার্যকরী পদক্ষেপ না থাকায় হামলাকারীরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এ কারণে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

দৈনিক সমকালের সাংবাদিক সোহাগ খান সুজন বলেন, “মামলার পর থেকে অভিযুক্তরা কৌশলে হুমকি-ধমকি দিচ্ছে এবং বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। এখনো কেউ গ্রেপ্তার হয়নি, যা আমাদের জন্য দুশ্চিন্তার বিষয়। অপরাধীরা গ্রেপ্তার না হলে আমাদের আরও বিপদের আশঙ্কা রয়েছে। পুলিশের কাছে অনুরোধ, দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করা হোক।”

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলা আহ্বায়ক ইমরান আল নাজির বলেন, “হাতুড়ি দিয়ে এভাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। এটি একটি পরিকল্পিত মব অ্যাটাক। আমরা চাই, দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।”

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, “আমরা আসামিদের ধরতে সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

সাংবাদিকদের ওপর প্রকাশ্য দিবালোকে এমন হামলা এবং দীর্ঘদিনেও অভিযুক্তদের গ্রেপ্তার না হওয়ায় জেলার গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।