Date: May 01, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুরে দুই পরিবারকে লুট: প্রধান আসামী সুজন গ্রেফতার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুরে দুই পরিবারকে লুট: প্রধান আসামী সুজন গ্রেফতার

February 25, 2023 12:03:29 AM   দেশজুড়ে ডেস্ক
শরীয়তপুরে দুই পরিবারকে লুট: প্রধান আসামী সুজন গ্রেফতার

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে দুই পরিবারকে লুটের ঘটনার প্রধান আসামী সুজন সরদার (২৮) কে গ্রেপ্তার করেছে পালং থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে গঙ্গানগর এলাকা থেকে সুজন সরদারকে গ্রেফতার করা হয়। সুজন সৌলপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সরদার কান্দি গ্রামের আনোয়ার সরদারের পুত্র। অভিযান পরিচালনাকারী পালং থানার তদন্ত ইন্সপেক্টর শরিফুল ইসলাম এবং এসআই মো. ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই মো. ফরহাদ হোসেন জানান, গত ৭ ফেব্রুয়ারি দিবাগত রাত ৩টার দিকে শৌল পাড়া ইউনিয়নের টিক্কার মোড় এর কিছুদূর সামনে শিকদার বাড়ির বড় পুকুরের নিকট প্রধান সড়কে দস্যুতার শিকার হন শরীয়তপুর পালং বাজারের বিশিষ্ট মাছ ব্যবসায়ী মোহাম্মদ রফিকুল বেপারী এবং পালং উপজেলার বিশিষ্ট দলিল লেখক হুমায়ুন কবির ঢালীসহ তার পরিবার।

“দস্যুরা ওই দুই পরিবারের কাছ থেকে ৭টি মোবাইলসহ স্বর্ণ অলংকার এবং নগদ অর্থ কেড়ে নেয়। এ ঘটনাকে কেন্দ্র করে পালং থানায় হাজির হয়ে হুমায়ুন ঢালী বাদী হয়ে এক ব্যাটারি চালিত অটোভ্যান গাড়ির চালকের সহযোগিতায় একজনকে চিহ্নিত করে এবং অপর দুজনকে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে শরীয়তপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল হক এর নির্দেশক্রমে পালং মডেল থানার অফিসার ইনচার্জ মো. আক্তার হোসেন এর পরিকল্পনায় গত ২৩ ফেব্রুয়ারি সুজন সরদারকে গ্রেফতার করতে সক্ষম হয়।”

পালং মডেল থানার অফিসার ইনচার্জ মো. আক্তার হোসেন বলেন, দস্যুতার ঘটনায় মামলা হওয়ার পর থেকেই আসামিকে গ্রেপ্তারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। চেষ্টার সফলতায় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। মূল ঘটনা উদঘাটনের জন্য আদালতে রিমান্ডের আবেদন করব।