
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে তজুমদ্দিন উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) বিকেল সাড়ে ৫টায় তজুমদ্দিন মারকাজ মসজিদ চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তজুমদ্দিন বাসস্ট্যান্ড চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ভোলা জেলা শাখার সহ-সভাপতি ও তজুমদ্দিন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মোসলেহউদ্দিন ইসলামপুরী।
বিক্ষোভ-পরবর্তী সমাবেশে বক্তব্য দেন হেফাজতে ইসলাম বাংলাদেশ তজুমদ্দিন উপজেলা শাখার প্রতিনিধি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি জাফর আহমদ, প্রতিনিধি মাওলানা মুফতি ঈসা, মাওলানা লোকমান হোসাইন ও মাওলানা আব্দুল্লাহ ইউসুফ।