
“শ্রমিক–মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে” -এই স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে মহান মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে রানী ভবানী স্কুলের সামনে থেকে র্যালিটি বের হয়ে আনারস চত্বরে গিয়ে শেষ হয়।
শ্রমিক কল্যাণ ফেডারেশন মধুপুর উপজেলা শাখার সভাপতি মো. মানছুর রহমানের সভাপতিত্বে ও মোল্লা মামুন আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যক্ষ মো. মন্তাজ আলী। তিনি বলেন, “১৮৮৬ সালের ১ মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের আত্মত্যাগ শ্রমের মর্যাদা ও অধিকার আদায়ের ইতিহাসে অমর হয়ে আছে। তাদের আত্মাহুতির মধ্য দিয়ে দৈনিক আট ঘণ্টা কাজের দাবি প্রতিষ্ঠিত হয়। আজ বিশ্বের প্রায় ৮০টি দেশে এই দিনটি জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয় এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার অর্জনের প্রতীক হিসেবে বিবেচিত হয়।”
তিনি আরও বলেন, “এই দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি মালিক–শ্রমিক সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলেছে। সারা বিশ্বের শ্রমিকেরা এখন শ্রমের উপযুক্ত মর্যাদা পেতে শুরু করেছেন এবং অধিকার আদায়ে সচেতন হয়েছেন।”
আলোচনা সভায় আরও বক্তব্য দেন টাঙ্গাইল জেলা জামায়াতের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. বোরহানুল ইসলাম, মধুপুর উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক রিজোয়ানুল্লাহ খান রিদুয়ান, ৪ নম্বর কুড়াগাছা ইউনিয়ন সভাপতি মো. খোরশেদ আলম, বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দসহ অন্যান্য বক্তারা।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শ্রমজীবী মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।