Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

May 01, 2025 11:35:50 PM   স্টাফ রিপোর্টার
শরীয়তপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শরীয়তপুর জেলা শাখার উদ্যোগে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টা ৩০ মিনিটে শরীয়তপুর পৌরসভা থেকে একটি বিশাল র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শরীয়তপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে গিয়ে শেষ হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ফেডারেশনের সভাপতি মাওলানা মো. ফরিদ হোসাইন। এতে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা খলিলুর রহমান, ড. মোশাররফ হোসেন মাসুদ, মাওলানা আব্দুর রব হাসেমী, কে এম মকবুল হোসাইন, জেলা ফেডারেশনের সম্পাদক আবু হানিফ সুজন, শরীয়তপুর-মাদারীপুর অঞ্চল পরিচালক খন্দকার দেলোয়ার হোসাইন, এবং জেলা নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার লোকমান হোসাইন প্রমুখ।

বক্তারা আন্তর্জাতিক শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।