Date: April 30, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

April 27, 2025 09:31:42 PM   জেলা প্রতিনিধি
শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় আজ রবিবার আদালতে তিনজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষীদের মধ্যে রয়েছেন মামলার বাদী শিশু আছিয়ার মা আয়শা আক্তার এবং আসামি হিটু শেখের দুই প্রতিবেশী জলি খাতুন ও রুবেল শেখ।

আদালত আগামীকাল সোমবার (২৮ এপ্রিল) মামলার পরবর্তী দিন ধার্য করেছেন। ওইদিন মামলার ৩, ৪ ও ৫ নম্বর সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে।

মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মনিরুল ইসলাম মুকুল জানান, মামলার কার্যক্রম প্রতিদিনই চলবে। তিনি আশা প্রকাশ করেন, অল্প সময়ের মধ্যেই মাগুরাবাসীসহ সারা দেশের মানুষ একটি সুন্দর বিচার দেখতে পাবেন।

এর আগে সকাল ৮টা ৫০ মিনিটে আসামি হিটু শেখ, রাতুল শেখ, সজিব শেখ ও জায়েদা বেগমকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে মাগুরা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের গারদখানায় আনা হয়। সকাল ১০টায় তাদের মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির করা হলে বিচারক এম জাহিদ হাসান এজলাসে উঠে শুনানি শুরু করেন।

সাক্ষ্য গ্রহণ চলে দুপুর প্রায় ১২টা পর্যন্ত। আদালতে বিচারক সকল আসামিদের স্বাভাবিক দেখতে পেলেও, রাতুল শেখকে কিছু সময়ের জন্য কান্নাকাটি করতে ও চোখ মুছতে দেখা গেছে।