
পাটগ্রাম সংবাদদাতা:
লালমনিরহাটের পাটগ্রামে শিক্ষক সংকটে ভুগছে পাটগ্রামের তোজাম্মেল আনোয়ারা হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ২০১৬ সালে প্রতিষ্ঠার সূচনালগ্নে ১ জন ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে ক্লাস চলমান থাকে। এরপর নতুন ২ জন শিক্ষক যোগদান করে ২০২০ সালে। তবে স্কুলটিতে পর্যাপ্ত শিক্ষকের অভাবে বিঘ্ন হচ্ছে পাঠদান। শিক্ষার্থীদের অভিভাবকরা জানায়, স্কুলটিতে শিক্ষক সংখ্যা কম থাকায় বাকি ৩ জন শিক্ষক পাঠদানে হিমশিম খাচ্ছে। দ্রুততম সময়ে নতুন শিক্ষক যোগদান না করলে ব্যাহত হবে শিক্ষার মান।
স্কুলটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোতাহার হোসেন বলেন, ৩ জন শিক্ষক দিয়ে পাঠদানে হিমশিম খাচ্ছি।বিশেষ করে শারীরিক বা কোন সমস্যায় শিক্ষদের কেউ ছুটিতে গেলে ক্লাস চলমান রাখা খুবই কঠিন হয়ে পরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষক সংকট দূর করতে নতুন করে শিক্ষক নিয়োগ শুরু করছেন। আমি শিক্ষা কর্মকর্তা ও প্রধানমন্ত্রীকে অনুরোধ করব আমাদের স্কুলের শিক্ষক সংকট খুব দ্রুত সময়ে নিরসন করার ব্যবস্থা করবেন। শিক্ষক সংকট দূর হলে প্রধানমন্ত্রীর অঙ্গীরকার শতভাগ শিক্ষায় আমাদের এ স্কুলটি অবদান রাখবে।