Date: May 02, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / শোক দিবসে তিস্তা ৬১-বিজিবি’র পক্ষ থেকে খাবার সামগ্রী বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শোক দিবসে তিস্তা ৬১-বিজিবি’র পক্ষ থেকে খাবার সামগ্রী বিতরণ

August 16, 2022 05:37:31 AM  
শোক দিবসে তিস্তা ৬১-বিজিবি’র পক্ষ থেকে খাবার সামগ্রী বিতরণ

পাটগ্রাম সংবাদদাতা:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সীমান্তবর্তী গরীব দুস্থদের মাঝে বিনামূল্যে খাদ্য বিতরণ এবং স্বাস্থ্য সেবায় মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠানের আয়োজন করে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১) বিজিবি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি ) এর সার্বিক তত্ত্বাবধানে নাজিগোমানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কাশিরডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সীমান্তবর্তী জনসাধারণের স্বাস্থ্য সেবায় মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

মেডিকেল ক্যাম্পেইনে লালমনিরহাট সিভিল সার্জন অফিসের অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক সহ তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১-বিজিবি) এর অভিজ্ঞ চিকিৎসা সহকারীগণ চিকিৎসা সেবা প্রদান করেন।

মেডিক্যাল ক্যাম্পেইন সকাল ৯ টায় শুরু হয় বিকেল ৫ টা পর্যন্ত এর কার্যক্রম চলমান থাকে। মেডিকেল ক্যাম্পেইনে সীমান্ত এলাকার জনগণের জটিল ও দুরারোগ্য রোগব্যাধী নিরসনে বিপুল পরিম জীবন রক্ষাকারী ওষুধ প্রদান করা হয়।

এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৫ ই আগস্ট ২০২২ উপলক্ষ্যে দুপুর ১ টায় নাজির গোমানি বিওপির দায়িত্বাধীন সীমান্তবর্তী এলাকার গরীব দুঃস্থদের মাঝে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী চাল,ডাল, চিনি, আলু, লবন এবং হুইল সাবান বিনামূল্যে বিতরণ করা হয়।

উল্লেখিত মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন লেঃ কর্ণেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ পিএসসি, অধিনায়ক, ভিস্তা ব্যাটালিয়ন-২ ( ৬১ বিজিবি )। এ সময় তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১-বিজিবি) এর উপ অধিনায়ক মেজর মোহাম্মদ নুরুদ্দীন খান, পিবিজিএমএস, জি, নাজিরগোমানী বিওপির বিওপি কমান্ডার, কর্তব্যরত ব্যতিত সকল সৈনিক এবং সীমান্তবর্তী স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন । এছাড়া বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অধিক সংখ্যক সাংবাদিকগণও উপস্থিত ছিলেন।

চিকিৎসা নিতে আসা রোকেয়া (৪২) জানান, বিজিবির জন্য হামরা বিনা টাকায় চিকিৎসা ও ওষুধ পাইনো। এ জন্য হামার মেলা উপকার হইল। বুড়িমারীতে দিনমজুরের কাজ করে বিওপির এলাকার বাসিন্দা আলেয়া বেগম (৫৫) জানান, ক্যাম্পের বিজিবি মোক বোস্তাত করি খাবার দিল এজন্য মুই সবার জন্য দোয়া করিম।