
শ্রীপুর(গাজীপুর) সংবাদদাতা:
গাজীপুরের শ্রীপুরে কৃষক লীগের উদ্যোগে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়েছ। মঙ্গলবার উপজেলার কাওরাইদ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. কামাল পারভেজ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনের নেতৃত্বে বিভিন্ন বিদ্যালয় ও মাদ্রাসা, মসজিদ সাধারণ জনগণের মাঝে প্রায় ৪'শ' টি বিভিন্ন ধরণের ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হয়।
কাওরাইদ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মো. কামাল পারভেজ বলেন, বাংলাদেশ কেন্দ্রীয় কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদিকা, ৩১৪ আসনের সংরক্ষিত মহিলা সংসদ সদস্য অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপির পক্ষ থেকে শ্রীপুর উপজেলা পৌর ও বিভিন্ন ইউনিয়নে ধাপে ধাপে বিভিন্ন ধরণের ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলার কাওরাইদ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান মাষ্টার, ১৩৪ নং দক্ষিণ গলদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদুল আলাম, কাওরাইদ ইউনিয়ন কৃষকলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. নুরুল আমীন, ১৩৪ নং দক্ষিণ গলদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. হাদিউল ইসলাম প্রমুখ।