
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
শিক্ষকের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথমবারের মতো সরকারিভাবে সারাদেশের ন্যায় গাজীপুরের শ্রীপুরে উদযাপিত হয়েছে শিক্ষক দিবস।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদের মিলনায়তনে দিবসটি উদযাপন উপলক্ষে আলোচনা সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরু আমিনের সঞ্চালনায় শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুন্নবী আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান, ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো: আবুল খায়ের, বাংলাদেশ কারিগরি শিক্ষক সমিতির মহাসচিব অধ্যক্ষ মুকছেদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার মেজবাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির হিমু প্রমুখ।
এছাড়াও দিবসটি সফলভাবে আয়োজনের অংশ হিসেবে (প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ, কারিগরি ও মাদরাসার) সর্বস্তরের শিক্ষকগন র্যালি, আলোচনা সভা, সব শিক্ষা প্রতিষ্ঠান প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।